জার্মানির বার্লিনে ৪৬তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূরপাল্লার এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মিউনিখ প্রবাসী বাংলাদেশি শিব শংকর পাল।
রবিবার অনুষ্ঠিত দূরপাল্লার এ ম্যারাথন প্রতিযোগিতায় ৪৭ হাজারেরও বেশি দৌড়বিদ অংশগ্রহণ করেন।
শিব শংকর পাল বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে ১০৮টি আন্তর্জাতিক ম্যারাথনে দেশের পতাকা উড়িয়েছেন। সৌখিন এ দৌড়বিদের গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জে।
শহরের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গার গেট থেকে শুরু হওয়া এই ম্যারাথন দেখতে শহরের বিভিন্ন পয়েন্টে জড়ো হয় প্রায় ১০ লাখেরও বেশি দর্শনার্থী। আর এই পুরো ট্র্যাকে বিশ্বের বিখ্যাত সব প্রতিযোগীদের সাথে পাল্লা দিয়ে দৌড়েছেন ৫৪ বছর বয়সী এ প্রবাসী বাংলাদেশি। ৪২.২ কি.মি. দীর্ঘ বার্লিনের এই পথ পাড়ি দিতে এই সৌখিন দৌড়বিদ সময় নিয়েছেন ৩ ঘণ্টা ২৫ মিনিট। তাকে সাহস যোগাতে এসেছেন সহধর্মিনী শিখা ও কন্যা ত্রয়ী। লক্ষ্য আপাতত বিশ্বব্যাপী জন্মভূমি বাংলাদেশের পতাকা উড়িয়েই চলা। ২ ঘণ্টা ১.৪১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন ইথিওপিয়ার কেনেনিসা বেকেলে। আর নারীদের মধ্যে প্রথম হয়েছেন একই দেশের আশেটে বেকেরে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন