প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছেন বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার নেতাকর্মীরা। গতকাল রবিবার (২৯ সেপ্টেম্বর) রাতে মাদ্রিদের প্লাজা কাসকোররোতে এ আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার নেতাকর্মীরা।
ইসমাইল হোসাইন রায়হানের সভাপতিত্বে ও আব্দুন নুর নীরবের পরিচালনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক এবং স্পেন আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য আক্তার উজ জামান, সদস্য তামিন চৌধুরী এবং যুবলীগ নেতা আলমগীর, মকবুল, আওয়ামী লীগ নেতা মাছুম, রুবেল, ছাত্রলীগের মোহাম্মদ বাপ্পি রাহমান নাবিল, এম ডি সফিকুন্নুর কাজী, সাব্বির আহমেদ, রাজিব আহমেদ, সাদেক লস্কর, সজল হাওলাদার,কাওসার, মিরাজ হোসাইন, রবিউল আলম, মাসুম শেখ, মোহাদ্দিস মিয়া, শাওন মিয়া, মোহাম্মদ বাদশা প্রমুখ।
স্পেন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ইসমাইল হোসাইন রায়হান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে নিয়ে গেছে। তিনি শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে অভিযানকে সাধুবাদ জানান এবং বিএনপি জামাতের নেতাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে নিয়ে যদি কোন কুচক্র দেশে বা প্রবাসে চক্রান্ত করা হয় তবে সেটি শক্ত হাতে প্রতিহত করা হবে। দেশরত্ন শেখ হাসিনা বেঁচে আছে বলেই বাংলাদেশ আজ বিশ্বে এত সম্মানিত।
এ সময় স্পেন ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। তারা দেশরত্ন শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাত পরিচালনা করেন স্পেন ছাত্রলীগ নেতা সফিকুর নূর। মোনাজাত শেষে স্পেন ছাত্রলীগের লীগের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ