বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বুয়েট এলামনাই এসোসিয়েশন, কানাডা শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা টাউন হিসেবে খ্যাত ডেনফোর্থে (ঘরোয়ার সামনে) মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে।
বৃহত্তর টরন্টো এলাকায় বসবাসরত সকল শ্রেণি, পেশা ও মতের বাংলাদেশিদের ওেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য এলামনাইর পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
এসোসিয়েশন জানিয়েছে, মানববন্ধনে অংশগ্রহনকারীরা নিজ নিজ ব্যানার বা প্ল্যাকার্ড নিয়ে মানবন্ধনে অংশ নিতে পারবেন। তবে ব্যানার/প্ল্যাকার্ডের বিষয় নিম্নোক্ত পয়েন্টগুলোর মধ্যে (বা অনুরূপ) সীমাবদ্ধ রাখার জন্য এলামনাই বিষেশভাবে অনুরোধ জানিয়েছে।
পয়েন্টগুলো হচ্ছে, আবরার হত্যার বিচার চাই, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস চাই, র্যাগিং মুক্ত পরিবেশ চাই, নিরাপদ ক্যাম্পাস চাই, সন্ত্রাময় রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই ইত্যাদি।
প্রসঙ্গত, বুয়েটের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের কর্মীরা পিটিয়ে হত্যা করেছে। ইতোমধ্যে অভিযুক্তদের অধিকাংশই গ্রেফতার হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম