মাদারীপুর জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ফারুক খানকে ইতালির মিলানে আগমনে সংবর্ধনা দিয়েছে মাদারীপুর জেলা কল্যাণ সমিতি।
স্থানীয় একটি হলরুমে সমিতির সভাপতি দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সরোয়ার হোসেন মোল্লা।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান মিলান আওয়ামী লীগ, মাদারীপুর জেলা কল্যাণ সমিতি, মাদারীপুর সদর সমিতি, রাজৈর কল্যাণ সমিতিসহ মাদারীপুরের আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দরা।
সংবর্ধিত ব্যক্তি ফারুক খান তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রবাসে মাদারীপুর জেলার সকল প্রবাসী ভাইদেরকে এক হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মজিবুর রহমান হারিস, উপদেষ্টা আকরাম হোসেন, প্রধান সমন্বয়ক নাজমুন কবির জামান, সমিতির সহ-সভাপতি মনির হোসেন চান মিয়া, যুগ্ম সম্পাদক রহমান খান, প্রচার সম্পাদক বাবু খলিফা, সহ-প্রচার সম্পাদক রাজু খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিলান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথা, যুগ্ম সম্পাদক হানিফ শিপন, জামিল আহমেদ, প্রচার সম্পাদক মামুন হাওলাদার, যুবলীগের সভাপতি মামুন খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তোফায়েল খান তপু, মাদারীপুর সদর সমিতির সভাপতি খান রিপন, ভারেজ বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদ মালেক, মৌলভীবাজার জেলা সমিতির সাবেক সভাপতি নাজমুল হোসেন, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত দলই, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান হান্নান মাস্টার, যুবলীগ নেতা রাহুল আহমেদসহ মিলানের রাজনৈতিক আঞ্চলিক সমিতি ও কমিউনিটির নেতৃবৃন্দরা। পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা