১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:৩৩

নিউইয়র্কে সাদেক হোসেন খোকার চেহলাম অনুষ্ঠিত

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে সাদেক হোসেন খোকার চেহলাম অনুষ্ঠিত

চেহলাম উপলক্ষে জ্যাকসন হাইটসে তবারক বিতরণ করেন ‘সাদেক হোসেন খোকা স্মৃতি পরিষদ’র নেতৃবৃন্দ।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার চেহলাম উপলক্ষে দোয়া-মাহফিল এবং নাগরিক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে দোয়া-মাহফিল এবং শোক সভা অনুষ্ঠিত হয়। চেহলামের আয়োজন করে ‘সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ।’ 

এসময় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ খোকার মানব-সেবার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় বক্তরা বলেন, সাদেক হোসেন খোকা বিএনপির রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত থেকেও অন্য দলের লোকজনকেও সহায়তায় কার্পণ্য করেননি। এ কারণে ঢাকার সাবেক মেয়রদের মধ্যে খোকা অনন্য হয়ে থাকবেন প্রতিটি মানুষের হৃদয়ে। 

‘সাদেক হোসেন খোকা স্মৃতি সংসদ’র প্রধান উপদেষ্টা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সার্বিক সহযোগিতায় ও আহবায়ক আব্দুস সবুরের সভাপতিত্বে শোক সভা পরিচালনা করেন সদস্য-সচিব মাকসুদুল হক চৌধুরী। 

এ সময় খোকার স্মৃতিচারণ করেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন, ডা. ওয়াজেদ এ খান, আলী ইমাম, কাজী নয়ন, রীটা রহমান, শহীদুল ইসলাম প্রমুখ। গেরিলা ও রাজনীতিক খোকাকে নিয়ে লেখা একটি কবিতা পাঠ করেন সালেম সুলেরি। 

এসময় আরও উপস্থিত ছিলেন মঞ্জুর আহমেদ, শরাফত হোসেন বাবু, কাজী আজম, ফিরোজ আহমেদ, মোহাম্মদ হোসেন বাদশা, ওমর ফারুক, হাবিবুর রহমান সেলিম রেজা, জসীম ভূঁইয়া, বদিউল আলম, আলমগীর খান, সৈয়দ আতিকুর রহমান, এ কে আজাদ, ইমরান শাহরন, এনাম চৌধুরী, সালেহ আহমেদ মানিক, মীর মশিউর রহমান, দেলোয়ার হোসেন শিপন, হাসান মাহমুদ, শাহাদৎ হোসেন রাজু, অনিক চৌধুরী শিপু, মহিদুল হাসান, শেখ হায়দার আলী প্রমুখ। 

সবশেষে সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় অংশগ্রহণকারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। চেহলাম উপলক্ষে নিউইয়র্কে জ্যাকসন হাইটসে খাবার বাড়ি চত্বর এবং পালকি পার্টি সেন্টারে দলমত নির্বিশেষে সর্বস্তরের প্রবাসীর সমাগম ঘটেছিল। 

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর