মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার দুপুর পর্যন্ত) আরও ৭৭৮ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার।
তবে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ ও দ্যা সান এর প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৪৪ জন, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪০, ওয়েলসে ১৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১০ জন। মোট হিসাব করলে দেখা যায় ৮১৩ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে সোমবার মৃত্যুর সংখ্যা ছিল ৭১৭ জনে।
ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড স্যোশাল কেয়ার দেয়া তথ্য মতে, মোট মৃতের সংখ্যা গিয়ে দাড়িঁয়েছে ১২ হাজার ১০৭ জন। এর আগে গত রবিবার ৭৩৭ জন মৃত্যুবরণ করেন, শনিবার ছিল ৯১৭ জন এবং বৃহস্পতিবার ছিল সর্বোচ্চ ৯৮০ জন। এই মৃত্যুর পরিসংখ্যা শুধু যারা হাসপাতালে মৃত্যু বরণ করেছেন তাদের।
স্কাই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে প্রতি ১০ জনের একজন হাসপাতালের বাইরে নিজ ঘরে কিংবা কেয়ার হাউজে মৃত্যুবরণ করছেন।
এদিকে, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৫২ জন। গতকাল সোমবার আক্রান্ত হয়েছিল ৪ হাজার ৩৪২ জন, রবিবার ৫ হাজার ২২৮ জন, গত শনিবার আক্রান্তের পরিসংখ্যান ছিল ৫ হাজার ২৩৪জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা হচ্ছে ৯৩ হাজার ৮৭৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ব্রিটেনের ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৭৪৪ জন। এনিয়ে শুধু ইংল্যান্ডেই মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ৫ জন।
এনএইচএস ইংল্যান্ড জানিয়েছে, করোনায় মৃত ৫৮ জনের বয়স ছিল ৩৮ থেকে ৯৬ বছর। যারা আন্ডার লাইন হেলথ কন্ডিশনে ছিলেন না। এর মধ্যে শুধু লন্ডনেই মৃত্যুবরণ করেছেন ২০৬ জন,
এদিকে, স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৪০, ওয়েলসে ১৯ জন এবং উত্তর আয়ারল্যান্ডে ১০ জন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন