কুয়েতে গত ২৪ ঘণ্টায় ৩ বাংলাদেশি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় ১০০ বাংলাদেশি করোনায় আক্রান্ত হলো।
বুধবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
গত ২৪ ঘণ্টায় কুয়েতে নতুন করে শনাক্ত করেছে মোট ৫০ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪০৫ জনে, চিকিৎসাধীন ১১৯৬ জন, সংকটপূর্ণ ৩১ জন।
প্রকাশিত সংবাদে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্তে একজন ভারতীয় প্রবাসী এবং স্থানীয় নাগরিক দুইজন সহ এ পর্যন্ত মোট তিন জন মারা গেছেন।
বিডি প্রতিদিন/আরাফাত