করোনাভাইরাসের কারণে কাতারে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের জন্য ১৪ মার্চ থেকে বাংলাদেশ সরকারের পাঠানো ত্রাণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ দূতাবাস। এই কার্যক্রমের জন্য দূতাবাসকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা দেয়া হয়েছে বলে জানা গেছে।
দূতাবাসের শ্রম কাউন্সেলর ড. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, কাতারের বিভিন্ন জায়গা থেকে যেসব বাংলাদেশি কর্মী আমাদের কাছে সাহায্য চেয়েছেন, আমরা তাদের নাম ও ঠিকানা সংগ্রহ করে একটি তালিকা করেছিলাম। এখন তাদের ফোন করে নির্ধারিত সময়ে এসে এই সাহায্য নিয়ে যাওয়ার জন্য বলেছি। যারা আসতে পারছে না, আমরা তাদের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিচ্ছি।
কাতার সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং জনসমাগম যাতে না হয়, সেভাবে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিতরণ করা এই খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে, প্রতি শ্রমিকের জন্য ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ২ কেজি আলু ও একটি সাবান।
ড. মোস্তাফিজ জানান, এ পর্যন্ত আমরা সাহায্য প্রার্থী ৭০০ বাংলাদেশি কর্মীর তালিকা করেছি। এদের মধ্যে প্রায় সাড়ে চারশ লোককে আপাতত এসব খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে।
পাশাপাশি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে কাতারের সেবা সংস্থা কাতার চ্যারিটি কর্তৃপক্ষকে বাংলাদেশি শ্রমিকদের জন্য খাবার বিতরণের অনুরোধ জানানো হয়েছে।
দূতাবাসের শ্রম শাখা থেকে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে, কাতারে ২০ হাজার লোককে জনপ্রতি ২০০ রিয়াল করে আর্থিক সহায়তা প্রদান করতে হলে ৯ কোটি টাকার উপরে প্রয়োজন। তবে এ বিষয়টি পুরোপুরি বাংলাদেশ সরকারের সক্ষমতার উপর নির্ভর করছে বলে জানান শ্রম কাউন্সেলর।
সেই সাথে চলমান সংকটে কাতারে বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান দূতাবাসের শ্রম কাউন্সিলর মোস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/আরাফাত