গত ২৪ ঘণ্টায় কুয়েতে ১২ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫২৪ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, চিকিৎসাধীন ১২৯৬ জনের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে আছেন ৩২ জন, ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
এদিকে, করোনায় আক্রান্ত একজন ভারতীয় প্রবাসী এবং স্থানীয় নাগরিক দু'জনসহ এ পর্যন্ত মোট তিন জন মারা গেছেন ।
কুয়েতে এ পর্যন্ত ১১২ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
কুয়েতে করোনাভাইরাসে আক্রান্তের মধ্যে ভারতীয় প্রবাসীর সংখ্যা সবচেয়ে বেশি। আজও নতুন করে ৭৫ জন ভারতীয় আক্রান্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/আরাফাত