প্রাণঘাতী করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে স্বাস্থ্যকর্মীরা। মানুষকে সেবা করতে গিয়ে এর আক্রমণ থেকে থেকে রক্ষা পায়নি এনএইচএস কর্মীরাও। ব্রিটেনের সিনিয়র ডাক্তারদের করোনাভাইরাসের মৃত্যুকে সুপার বাবা হিসেবে আখ্যায়িত করেছেন তার সন্তানরা। স্বাস্থ্যসেবার জন্য কাজ করা ব্যক্তিদের মধ্যে সরকার ১৯ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি বলে নিশ্চিত করেছে ডাক্তারদের পরিবার। করোনাভাইরাসে মৃতদের মধ্যে রয়েছেন নার্স, চিকিৎসক, হাসপাতাল পের্টার, সার্জন এবং মিডওয়াইফরাও।
মৃতদের মধ্যে রয়েছেন ড. পিটার টুন, সহযোগী বিশেষজ্ঞ। তিনি ২১ বছর ধরে রয়াল বার্কশায়ার হাসপাতালে স্নায়ুবিক বিশেষজ্ঞ হিসাবে কাজ করে আসছিলেন। ৬২ বছর বয়সী ড. পিটার টুনকে তার সন্তানরা সুপার হিরো বাবা বলে ডেকেছিলেন। নার্স জোসিয়ান জাউকমা এবোনাজা একোলি। ৫৫ বছয়র বয়সী এই নার্স লিডসের হ্যারোগেট হাসপাতালে দীর্ঘ ৩০ বছর ধরে নার্স হিসেবে কাজ করে আসছেন। ১৩ই এপ্রিল তিনি মারা যান।
ওয়ার্ড কর্মী চেরিল ইউলিয়ামস। উত্তর লন্ডনের এডমন্টনের হাসপাতালে বয়স্ক রোগী ওয়ার্ডে তিনি কাজ করতেন। গত ১২ই এপ্রিল তিনি মারা যান। স্বাস্থ্যসেবা সহকারী মাউরি এলিংটন। দীর্ঘ ২৫ বছর ধরে ফ্রেঞ্চ এবং সাউথমেড উভয় হাসপাতালে এনএইচএসের হয়ে কাজ করেছিলেন। ১২ই এপ্রিল তিনি মারা যান। পরিবারের দাবি তিনি যে ঘরে প্রবেশ করতেন সে ঘর আলোকিত হয়ে যেত।
নার্স লাইলানী মেডেল। মিসেস মেডেল, যিনি সাউথ ওয়েলসে এজেন্সি নার্স হিসাবে কাজ করেছিলেন। তিনি ছিলেন অত্যান্ত দুর্দান্ত এবং যত্নশীল ব্যক্তি। সম্প্রতি করোনা রোগে তিনি মারা যান। হাসপাতাল কর্মী আমিরাতে ডায়াস। উত্তর সোমারসেটের ওয়েস্টন জেনারেল হাসপাতালে কর্মরত ছিলেন আমিরাতে ডায়াস। তার সহকর্মীরা তাকে একজন মূল্যবান এবং অত্যন্ত প্রিয় সহকর্মী হিসাবে বর্ণনা করেছেন। সাম্প্রতি করোনা রোগে তিনি মারা যান।
নার্স মেলুজন বেলস্টেরোস। ৬০ বছর বয়সী মেলুজন লন্ডনের প্যাডিংটন সেন্ট মেরি হাসপাতালে দীর্ঘকাল কর্মরত ছিলেন। একই হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ভর্তি হওয়ার ২ দিনের মধ্যে ১২ এপ্রিল তিনি মারা যান। প্লাস্টার প্রযুক্তিবিদ কেভিন স্মিথ। ডোনকাস্টার রয়েল ইনফার্মারি হাসপাতালে প্রায় ৩৫ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন স্মিথ। ১২ এপ্রিল একই হাসপাতালে তিনি মারা যান। তিনি পরিশ্রমী এবং মমত্ববোধের জন্য খ্যাতিমান ছিলেন।
হাসপাতাল পোর্টার ওসকার কিং জুনিয়র। অক্সফোর্ডের জন র্যাডক্লিফ হাসপাতালের ফিরিপিনো বন্দরে অস্কার কিং জুনিয়র ১১ই এপ্রিল মারা যান। তিনি এক দশকেরও বেশি সময় ধরে এই হাসপাতালে কর্মরত ছিলেন। হাসপাতাল পোর্টার এলবার্ট রিকো। মি. রিকো ২০০৪ সালে ফিলিপিন্স থেকে যুক্তরাজ্য চলে আসার পর সেখানে পোর্টার হিসাবে কাজ করেছিলেন । সাম্প্রতি তিনি মারা যান।
নার্স গ্যারেথ রবার্টস। ১৯৮০ সাল থেকে কার্ডিফ ভেল ইউনিভার্সিটিতে কাজ করে আসছেন রবার্টস। ১১ এপ্রিল তিনি মারা যান। স্বাস্থ্যসেবা সহায়তা কর্মী ডোনা ক্যাম্পবেল। অতি সুন্দরী ও বিনয়ী হিসেবে অবিহিত ডোনা কার্ডিফের ভেলিন্ড্রে ক্যান্সার কেন্দ্রের স্বাস্থ্যসেবা কর্মী হিসেবে কাজ করে আসছিন তিনি । গত ১০ই এপ্রিল তিনি করোনা রোগে মারা যান।
নার্স জুলি ওমর। ৫২ বছর বয়সী ওরচেস্টারশায়ার রেডডিচের আলেকজান্দ্রা হাসপাতালে ট্রমা এবং অর্থোপেডিক নার্স হিসেবে কর্মরত ছিলেন তিনি। গত ১০ এপ্রিল তিনি মারা যান। নার্স আমোর গ্যাটিনাও। পশ্চিম লন্ডনের সেন্ট চালর্স হাসপাতালে কাজ করার পরে অসুস্থ হয়ে গত ১০ এপ্রিল তিনি মারা যান।
নার্স আরিমা নাসরিন। পশ্চিম এল্যান্ডসের ওয়ালসাল ম্যানর হাসপাতালে ১৬ বছর সেবা দান করেছিলেন। গত ২ এপ্রিল ৩৬ বছর বয়সী এই নার্স মারা যান। ব্রিটেনের সরকার এনএইসএস-এর কর্মরত সকল কর্মচারীদের শুভেচ্চছা জানান এবং মৃতদের পরিবারে প্রতি সমবেদনা জানান।
বিডি-প্রতিদিন/শফিক