করোনাভাইরাস বৃহত্তর ওয়াশিংটন এলাকায় আরও একজনের প্রাণ কেড়ে নিল। ১৬ এপ্রিল ভার্জিনিয়া উডব্রিজ শহরের বাসিন্দা ফরিদ উদ্দীন (৬০) করোনাভাইরাসে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সেন্ট্রা হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদ উদ্দীনের সন্তান জাহিদ ইসলাম প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তার পিতা ফরিদ উদ্দীন তার সাথে বসবাস শুরু করেন। পরে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উডব্রিজস্থ সেন্ট্রা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টার সময় তিনি ইন্তেকাল করেন। এ নিয়ে বৃহত্তর ওয়াশিংটনে তিন প্রবাসী বাংলাদেশির প্রাণ কেড়ে নিল নভেল করোনাভাইরাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ