যুক্তরাজ্যে কভিড-১৯ করোনাভাইরাসে রউফুল ইসলাম নামের এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। করোনার সঙ্গে দীর্ঘ ১৬ দিনের যুদ্ধ শেষে ১৭ এপ্রিল লন্ডন সময় রাত ১০টায় কুইন্স হাসপাতালে তার মৃত্যু হয়।
রউফুল ইসলামের গ্রামের বাড়ি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে। তিনি পরোপকারী ও দক্ষ সংগঠক হিসেবে যুক্তরাজ্যে কমিউনিটিতে পরিচিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা