কানাডার টরেন্টোতে বিশিষ্ট ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সালাম শরীফ করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব। তার মৃত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে শোকের পাশাপাশি উৎকণ্ঠাও বেড়ে গেছে।
এ নিয়ে করোনাভাইরাসে টরেন্টোতে চারজন এবং অটোয়াতে একজন, মোট ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। কানাডার আলবার্টার এডমেনটন, টরন্টো, মন্ট্রিয়ল এবং ব্রিটিশ কলম্বিয়ায় প্রবাসী বাঙ্গালিদের করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন অনেকেই।
এখনো ১০/১২ জন বাংলাদেশি অসুস্থ হয়ে কেউ হাসপাতালে, কেউ ঘরেই আইসোলেশনে চিকিৎসাধীন।
প্রসঙ্গত, কানাডায় এখন পর্যন্ত ৩১ হাজার ৯২৭ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ হাজার ৩১০ জন আর সেরে উঠেছেন ১০ হাজার ৫৪৩ জন।
বিডি প্রতিদিন/ফারজানা