বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় বাংলাদেশি শ্রমিকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে গিয়ে এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গতকাল সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে ওই কর্মকর্তা করোনা পজিটিভ বলে নিশ্চিত করেছে।
কনস্যুলেটের একটি সূত্র জানায়, মদিনার ফাহাদ কোম্পানীর শ্রমিক ক্যাম্পে বাংলাদেশি কর্মীদের একটি সমস্যা সমাধান করতে গত সপ্তাহে ওই কর্মকর্তা জেদ্দা থেকে মদিনা গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পর থেকে তিনি অসুস্থবোধ করছিলেন। পরিস্থিতির উন্নতি না হওয়ায় গত ১৫ এপ্রিল তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে, বাংলাদেশের বৈদেশিক মিশনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীকে করোনা-সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/ফারজানা