প্রধানমন্ত্রী তান শ্রী মুহিউদ্দিন ইয়াসিন নিয়ন্ত্রণ আদেশ (এমসিও) সম্পর্কিত একটি ঘোষণা করবেন আজ রবিবার।
বর্তমান শর্তসাপেক্ষে এমসিও সময়কাল মঙ্গলবার (০৯ জুন) শেষ হওয়ার কথা রয়েছে।
তার ঘোষণাটি জাতীয় টিভি ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিকেল তিনটায় সরাসরি সম্প্রচারিত হবে।
শনিবার (৬ জুন) সিনিয়র মন্ত্রী (সুরক্ষা) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব বলেছেন, হেয়ার সেলুন এবং বিউটি পার্লার ১০ জুন আবারও কার্যক্রম শুরু করতে পারবেন, যেখানে খোলা বাজার, সকালের বাজার, নাইট মার্কেট এবং বাজারে আবারও কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হবে আগামী ১৫ জুন থেকে।
তবে শিক্ষা প্রতিষ্ঠান এবং জামাত, প্রার্থনা সাধারণ মানুষের জন্য বন্ধ রয়েছে।
উল্যেখ্য, মহামারী করোনা প্রতিরোধে গত মার্চের ১৮ তারিখ মালয়েশিয়া জুড়ে ঘোষণা করা হয় নিয়ন্ত্রণ আদেশ। যা ধাপে ধপে ৪ দফা বাড়িয়ে চলতি মাসের ০৯ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়। তবে গত ৪ঠা কিছু শর্ত সাপেক্ষে নিয়ন্ত্রণ আদেশ কিছুটা শিথিল করা হলেও সেখানে এখনো বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মন্দির, চার্চ, সেলুন, বিউটি পার্লারসহ বেশি বেশি জনসমাগম হয় সেই সব প্রতিষ্ঠান গুলো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন