৭ জুলাই, ২০২০ ১০:৩৩

বাহরাইনে ৫০% ছাড়ে মিলছে ভিসা, নিয়মে আসছে পরিবর্তন

বাহরাইন প্রতিনিধি

বাহরাইনে ৫০% ছাড়ে মিলছে ভিসা, নিয়মে আসছে পরিবর্তন

বাহরাইনে করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্তদের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে অর্থনৈতিক সহায়তা হিসেবে ৫০% ছাড়ে ভিসা নবায়ন, মালিক পরিবর্তনে ভিসার সুযোগ দিয়েছে শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এলএমআরএ)। ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সবাই রেসিডেন্ট পারমিটের এ সুযোগ গ্রহণ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

৬ জুলাই বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাহরাইনের বাংলাদেশ দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয় মালিকানা পরিবর্তনের ক্ষেত্রেও এসেছে কিছু নতুন নিয়ম। এলএমআরএ এর নতুন এ ঘোষণা অনুযায়ী কোম্পানির ওয়ার্ক পারমিট নতুন/নবায়ন ফি ২ বছরের জন্য মোট ২৯৪ দিনার পরিশোধ করবে। এছাড়া কোম্পানির ওয়ার্ক পারমিট ১ বছরের জন্য মোট ১২২ দিনার পরিশোধ করবে।

অপর দিকে নতুন ফ্লেক্সি ভিসার ১ বছরের ফ্লেক্সি পারমিট ফিসহ মোট ৩০২ দিনার পরিশোধ করতে হবে। নবায়নকারীদের ক্ষেত্রে ১ বছরের ফ্লেক্সি পারমিট ফিসহ মোট ২০২ দিনার পরিশোধ করতে হবে।

এলএমআরএ এর নতুন নিয়ম অনুযায়ী কোন কর্মী ১ জুলাই হতে ৩০ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান মালিক (স্পন্সর) হতে নতুন মালিকের (স্পন্সর) অধীনে ভিসা পরিবর্তন করতে চাইলে বর্তমান স্পন্সর (মালিক) অবশ্যই কর্মীর ভিসা বাতিল করতে হবে। এক্ষেত্রে কর্মীর ভিসা বাবদ প্রদানকৃত অবশিষ্ট মাসের ফি হিসাব করে নতুন স্পন্সর (মালিক) পূর্ববর্তী স্পন্সরকে (মালিক) বুঝিয়ে দিতে হবে।

তবে কোন কর্মীকে একই কোম্পানি রেজিস্ট্রেশনের এক শাখা থেকে অন্য শাখায় পরিবর্তনে এপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি এলএমআরএ এর অফিসে সাক্ষাৎ অথবা ই-সাপোর্টের মাধ্যমে আবেদন করে তা সমাধান করতে হবে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর