২১ জুলাই, ২০২০ ১২:৫৫

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারিক আহসান

পর্তুগাল প্রতিনিধি

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারিক আহসান

তারিক আহসান

পর্তুগালে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে তারিক আহসানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তারিক আহসান পর্তুগালে রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকীর স্থলাভিষিক্ত হবেন। তিনি বিসিএস নবম ব্যাচের (পররাষ্ট্র) ক্যাডার। বর্তমানে পাকিস্তানে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

কর্মজীবনে তারিক আহসান শ্রীলঙ্কা, নিউইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর (আইও) মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
তারিক আহসান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজ থেকে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন বিষয়ে পোস্ট-গ্রাজ্যুয়েট ডিপ্লোমা করেছেন।

তিনি নিউইয়র্ক ও সিঙ্গাপুরে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক মেয়ের জনক।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর