বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে মৃত্যুদণ্ডে দণ্ডিত রাশেদ চৌধুরী, একাত্তরের ঘাতক হিসেবে আশরাফুজ্জামান খান ও ইঞ্জিনিয়ার জব্বারকে অবিলম্বে গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার দাবিতে ১৪ অক্টোবর বুধবার অপরাহ্নে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মানববন্ধন করেছেন প্রবাসের মুক্তিযোদ্ধা-জনতা।
সেক্টর কমান্ডারস ফোরামের যুক্তরাষ্ট্র শাখার এই কর্মসূচির সময় ঘাতক রাশেদের এসাইলাম বাতিল করে অবিলম্বে বাংলাদেশের কাছে সোপর্দ করার আহবান সংবলিত স্মারকলিপিতে গণস্বাক্ষর নেয়া হয়। প্রবাসীরা স্বতস্ফূর্তভাবে এতে স্বাক্ষর করেন বলে উদ্যোক্তারা জানান।
এ র্যালিতে অংশ নেন ও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, যুগ্ম সম্পাদক হাজী আব্দুল কাদের মিয়া, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবুল কাশেম, ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, কোষাধ্যক্ষ বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির সিইও আকাশ খান, মুক্তিযোদ্ধা এনামুল হক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, গীতিকার ও শিল্পী শামিম আকতার শরিফ প্রমুখ।
উল্লেখ্য, এটর্নি জেনারেল উইলিয়াম বারকে স্মারকলিপি প্রদান উপলক্ষে ৯ অক্টোবর সর্বপ্রথম গণ-স্বাক্ষর অভিযান শুরু করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখা। সেই কর্মসূচিতে সংহতি প্রকাশ করলো সেক্টর কমান্ডারস ফোরাম।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া জানান, জাতির জনকের ঘাতক মিথ্যা তথ্য দিয়ে এসাইলাম পেয়েছে যুক্তরাষ্ট্রে। সেটি গভীরভাবে পর্যালোচনা করছেন ইউএস এটর্নি জেনারেল উইলিয়াম বার। এজন্যে আমরা তাকে অভিনন্দন জানিয়েছি। এখন সময় হচ্ছে ঘাতক রাশেদের এসাইলাম বাতিল করে বাংলাদেশের আদালতে সোপর্দ করার। এক্ষেত্রে প্রবাসের মুক্তিযোদ্ধাসহ মুজিব আদর্শের সৈনিকেরা মাঠে নেমেছেন। একইসাথে নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে মানববন্ধনের কর্মসূচিও নেয়া হবে আন্তর্জাতিক জনমত সোচ্চার করার স্বার্থে।
সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ বলেন, প্রতিটি অঙ্গরাজ্যের সচেতন প্রবাসী বাঙালির প্রতি অনুরোধ জানাচ্ছি গণস্বাক্ষর অভিযানে অংশ নেয়ার জন্যে। মুজিববর্ষেই ঘাতক রাশেদকে প্রদত্ত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা সম্ভব হলে জাতি কলংক মুক্তির ক্ষেত্রে আরেকধাপ এগুবে-এতে সন্দেহ নেই।
উল্লেখ্য, ইতিপূর্বে এটর্নি জেনারেলের প্রতি আবেদন জানানো হয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পক্ষ থেকে তার এসাইলাম বাতিলের পর বহিষ্কারের জন্যে। গত বছর জাতিসংঘে সাধারণ অধিবেশনে যোগদানকালে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘাতক রাশেদ চৌধুরীর বিরুদ্ধে প্রদত্ত রায়ের কপি হস্তান্তর করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
বিডি প্রতিদিন/ফারজানা