ভারতের উত্তরাখণ্ডের রুরকির নিকটবর্তী পিরান কালিয়র থেকে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম সারওয়ার হোসেন। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সারওয়ার বাংলাদেশের বাগেরহাট জেলার শরণখোলা থানার অন্তর্গত উত্তর বাগাল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্র মতে, ষাটোর্ধ্ব সারওয়ার হোসেন গত ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করে আসছিলেন।
প্রায় দুই বছর আগে তিনি রাজস্থানের আজমীর থেকে পিরান কালিয়রে আসেন। আজমীরের আগে তিনি বহু বছর কলকাতা এবং অন্যান্য জায়গায় বাস করেছেন। পিরান কালিয়রে তিনি সাবির কালিয়েরীর সুফি মাজারের পাশে নির্মিত একটি অতিথিশালায় থাকতেন।
পিরান কালিয়র থানার ইনচার্জ জগমোহন রামোলা জানিয়েছেন, "আমরা তার পিরান কালিয়রের ঠিকানায় একটি জাল আধার কার্ড উদ্ধার করেছি। অভিযুক্ত আমাদের জানান এখানকার স্থানীয় মাজারের প্রতি অপরিসীম শ্রদ্ধা থাকার কারণে তিনি এখানে বাস করছিলেন।"
পুলিশ তার ওপর পাসপোর্ট আইনের ৩ ধারা, বিদেশি আইনের ১৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৭ (জাল নথিপত্র) এবং ৪8৮ ধারায় (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) মামলা করেছে। স্থানীয় আদালতে হাজিরা দেয়ার পর সারওয়ারকে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, গত তিন বছরে পুলিশ পিরান কালিয়র থেকে বাংলাদেশের অন্তত ১০ জন নাগরিককে গ্রেফতার করেছে।
বিডি প্রতিদিন/ফারজানা