'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে' স্বীকৃতি দিয়ে ২১ ফেব্রুয়ারি কানাডায় জাতীয় ছুটি ঘোষণা করতে সিনেটে বিল এনেছেন কানাডিয়ান সিনেটর মবিনা জাফর। ১৫ মার্চ অনুষ্ঠিত এই আলোচনায় সিনেটর মবিনা জাফর মাতুভাষা দিবসে কানাডায় ছুটি ঘোষণার বিল আনার প্রেক্ষাপট বিস্তারিত তুলে ধরেন।
বহু সংস্কৃতির দেশ কানাডায় অভিবাসীদের মাতৃভাষার স্বীকৃতি এবং গুরুত্ব সম্পর্কে কানাডিয়ানদের সচেতন করে তুলতেই বেসরকারি বিল হিসেবে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে' কানাডায় ছুটি ঘোষণার জন্য বিলটি এনেছেন বলে সিনেটর জানান।
তিনি আরও জানান, 'আগামী সপ্তাহে সিনেটে বিলটি নিয়ে আলোচনার পর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্ট্যান্ডিং কমিটিতে যাবে বলে তিনি আশা করছেন। সেখান থেকে অনুমোদিত হয়ে এটি তৃতীয় রিডিং এর জন্য আবার সিনেটে আসবে। তৃতীয় রিডিং এ অনুমোদন পেলে এটি বিল হিসেবে হাউজ অব কমন্সে যাবে।'
সিনেটর মবিনা জাফর বাংলাদেশি কমিউনিটির উদ্দেশ্যে বলেন, 'আপনারা প্রত্যেকেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নিজ নিজ এলাকার জনপ্রতিনিধিদের কাছে চিঠি লিখে এই বিলটিকে সমর্থন দিতে তাদের প্রতি আহ্বান জানান।'
বিলটি আইনের প্রতিবন্ধকতা সম্পর্কে প্রশ্ন করা হলে লিবারেল পার্টি থেকে মনোনীত সিনেটর মবিনা জাফর বলেন, 'সরকার যে এই বিলের খুব একটা পক্ষে বিষয়টা এমন না। ফলে এ নিয়ে আমাকে অনেকটা অসম লড়াই করতে হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি কিংবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ছুটি ঘোষণাকে অনেকেই বাইলিঙ্গোয়ালিজমের জন্য ঝুঁকি হিসেবে বিবেচনা করেন।'
কানাডার বাংলা পত্রিকা ’নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আরী সাগরের সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে টরন্টো থেকে সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভে’ অংশ নিয়ে বিলটির বিভিন্ন দিক নিয়ে আলোচনাকালে বিলটির স্বপক্ষে জনমত গড়ে তুলতে তিনি কানাডায় বসবাসরত বাংলাদেশিদের সহযোগিতা চান।
বিডি প্রতিদিন / অন্তরা কবির