জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করলো গ্রীস মহানগর যুবলীগ। এ উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গ্রীস যুবলীগ নেতা কিরণ মাতব্বরের সভাপতিত্বে ও জয়নুদ্দিন জয় এবং মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমেদ, রাজু খান, গ্রীস আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন এথেন্স মহানগর যুবলীগের আহ্বায়ক শাকের আহমেদ, যুগ্ম আহবায়ক জাবেদ মাহমুদ, যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব রিপন চৌধুরী, সদস্য খালেদ মাহমুদ, সদস্য শুকুর আহমেদ, ছাত্রলীগ নেতা জায়হান, মাসেব, কামরুল, মাহবুব, দুর্জয়, রুবেল, সাউদ হাওলাদার, জুনেদ, তারেক, সাগর, মুন্না,রুবেল, সাইফুল প্রমুখ।
আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবির রহমানের সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রকৃত দেশপ্রেম নিয়ে সচেতনতার সঙ্গে আমাদের সকলকে দেশের জন্য কাজ করতে হবে। সেটাই হবে জন্মশতবর্ষে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের শ্রেষ্ঠ উপায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত