সুইজারল্যান্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুইজারল্যান্ড শাখা করোনাবিধি অনুসরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করে।
পরে কেক কেটে জাতির জনকের জন্মদিন ও জাতীয় শিশু দিবসের উদযাপন করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতাসহ তার পরিবারের সকল শহীদ, জাতীয় চার নেতা এবং ভাষা শহীদ ও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ ইকবাল, প্রধান উপদেষ্টা ইমরান খান মুরাদ এবং এহসান কামরুল।
বিডি প্রতিদিন/আরাফাত