ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ দূতাবাসে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবস উদযাপিত হয়েছে।
দিনটি পালনের অংশ হিসেবে দূতাবাস প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন হাইকমিশনার মোহাম্মদ ইমরান। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী (রাজনৈতিক) মো. নুরুল ইসলাম, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. আবুল কালাম আজাদ, প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, প্রমুখ।
বঙ্গবন্ধুর জন্মদিন জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা