পর্তুগালের রাজধানী লিসবনে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেছেন যুবলীগ।
যুবলীগ নেতা খলিলুর রহমান সাগরের নেতৃত্বে পর্তুগালে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, পর্তুগাল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহম্মেদ লিটন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক মানব সম্পদ বিষয়ক উপ সম্পাদক শাহ আবুল বাসার শুভ, পর্তুগাল যুবলীগের জহিরুল ইসলাম, ফজলুল হক খান, উমর ফারুক, রানা হাওলাদার, আদনান আওয়াল সাকি, সোহাগ সারোয়ার, অনিল আবিদ, মোহাম্মদ সানী, মহসিন আলী, রিয়াজ আহম্মেদ, সায়েম আহম্মেদসহ অনেকে।
যুবলীগ নেতা খনিলুর রহমান সাগর (সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর) বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা