মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
বুধবার দিবসের কর্মসূচির শুরুতেই জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার।
দূতাবাস প্রাঙ্গণে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ার এবং সঞ্চালনা করেন দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল আমিন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। আলোচনা শুরুর আগে জাতির জনকের ১০১তম জন্মদিনের কেক কাটেন রাষ্ট্রদূত গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলর জহিরুল ইসলাম, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর রাজনৈতিক তাহমিনা ইয়াছমিন। পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মো. মশিউর রহমান তালুকদার, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম শাখার প্রথম সচিব ফরিদ আহমদ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার (মিনিষ্টার) মো. খোরশেদ এ খাস্তগির, দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা কমোডর মোস্তাক আহমদ, শ্রম কাউন্সিলর (২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, কাউন্সিলর কন্স্যুলার মো. মাসুদ হোসেইন, কাউন্সিলর বাণিজ্য মো. রাজিবুল আহসানসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন