অস্ট্রিয়া সরকার প্রদত্ত কঠোর স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রিয়ায় ঈদের প্রধান জামাত ভিয়েনা ইসলামিক সেন্টারে স্থানীয় সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হয়। এছাড়াও সেখানে সকাল ৭টায় ঈদের আরেকটি জামাত অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। করোনার বিধিনিষেধ এবং স্বাস্থ্যবিধি মেনে সকল মসজিদেই ঈদুল ফিতরের তিন থেকে চারটি জামাত অনুষ্ঠিত হয়। ভিয়েনার বায়তুল মোকারম জামে মসজিদের ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতের ইমাম ছিলেন শাইখ ড. ফারুক আল মাদানি।
ঈদের জামাত শেষে মুসল্লিরা সামাজিক দূরত্ব বজায় রেখে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অস্ট্রিয়াতে লকডাউন কিছুটা শিথিল করা হলেও জনসমাগমের ক্ষেত্রে বিধিনিষেধ অব্যাহত রয়েছে। যার ফলে সকল প্রবাসীদের এক সাথে ঈদ উদযাপন করা সম্ভব হচ্ছে না। গতবারের ন্যায় এবারেও শুধুমাত্র পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন প্রবাসীরা।
বিডি প্রতিদিন/আরাফাত