১৮ মে, ২০২১ ০৩:১৭

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়ার রাজা-রানীর সালাতুল হাজত নামাজ আদায়

মালয়েশিয়া প্রতিনিধি :

ফিলিস্তিনিদের জন্য মালয়েশিয়ার রাজা-রানীর সালাতুল হাজত নামাজ আদায়

মজলুম ফিলিস্তিনিদের সুরক্ষা এবং মঙ্গল কামনায় সোমবার বাদ মাগরিব মালয়েশিয়ার জাতীয় মসজিদ ‘মসজিদ নেগারা’সহ দেশের প্রতিটি মসজিদ ও সুরাউতে সালাতুল হাজতের নামাজ আদায় শেষে মোনাজাতের মাধ্যমে দোয়া অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ও স্ত্রী রাজা পারমাইসুড়ি আগং টুঙ্কু হাজাহ আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া রাজ দরবার মসজিদে ফিলিস্তিনিদের সুরক্ষার জন্য সালাতুল হাজত (প্রয়োজনের প্রার্থনা) করেন।

মালয়েশিয়া রাজ দরবার ইস্তানা নেগারার সহকারী ধর্মীয় কর্মকর্তা মোহাম্মদ জুহাইরি মোহাম্মদ ইয়তিমের পরিচালনায় শুরু হওয়া প্রার্থনায় সেখানে রাজ পরিবারের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রায় ৪০ জন উপস্থিত ছিলেন। জাতীয় সুরক্ষা কাউন্সিল কর্তৃক নির্ধারিত মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) এর পুরো সম্মতিতে এবং স্বাস্থ্য বিধি মেনে উক্ত প্রার্থনা পরিচালনা করা হয়।

মালয়েশিয়ার রাজা ইয়াং ডি-পারতুয়ান আগোং আল-সুলতান আবদুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ'র নির্দেশে  ইস্তানা নেগারা রবিবার এক বিবৃতিতে মালয়েশিয়ানদের একটি স্বাধীন, সার্বভৌম প্যালেস্টাইন রাষ্ট্রের আকাঙ্ক্ষা অর্জনের জন্য ফিলিস্তিনের সঙ্গে সর্বদা সংহতি বজায় রাখার আহ্বান জানান।

বিবৃতিতে রাজা আল-আকসা মসজিদ ও ফিলিস্তিনিদের উপর ইসরায়েলির হামলা নিষ্ঠুর ও অমানবিক বলে বর্ণনা করেছেন এবং এ হামলার তীব্র নিন্দা জানাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের একটি যৌথ বিবৃতি জারির সমর্থন করেছেন। এবং দেশব্যাপী মসজিদ এবং সুরউতে(পাঞ্জেগানা মসজিদ) এবং সালাতুল হাজত আদায় এবং দোয়ার মাধ্যমে ইসরায়েলি শাসনের দুষ্ট উদ্দেশ্য থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আল্লাহর রহমত কামনা করার জন্য অনুরোধ করেছিলেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর