বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করে দলটি। রবিবার বিকেলে বেলজিয়াম বিএনপি এ অনুষ্ঠান আয়োজন করে।
দোয়া মাহফিলে ও আলোচনা সভায় সভাপতিত্বে করেন বেলজিয়াম বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমান লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
এ সময় উপস্থিত ছিলেন সানওয়ার আলি সিদ্দিক, আক্কাছ মাহমুদ ,আলী নূর শামীম, আশিক আহাম্মেদ বাপ্পী, বাতেন বাচ্চু (মার্টিন) হারুনুর রশিদ, হাবিবুল হাসান সোহাগ(লিয়াজ) মম হাসান, হোসেন, সিদ্দিক, মোস্তাক, মাসুম, দিপু, রব, মাসুম, আশরাফ, ফারুক ,মনির ইসলাম, মনির, বাবু, অভি, সোহেল খান, সর্দার জহির ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনায় বক্তরা বাংলাদেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে বাংলাদেশের উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা মোদাচ্ছের।
বিডি প্রতিদিন/ আল আমীন