১২ দলের অংশগ্রহণে নিউইয়র্কে আগামী ১৩ জুন শুরু হচ্ছে ‘টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) এবং কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ- ১১৮২ )’র যৌথ উদ্যোগে উদ্বোধনী সমাবেশ হবে কুইন্সের বেইজলি পন্ড পার্কে ৭ জুন। এতে পুলিশ বাহিনীর কমিশনার ডারমন্ট শেই-সহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারিরা থাকবেন।
এ অনুষ্ঠানে ক্রিকেট প্রেমী প্রবাসীসহ সকল ভাষা-ভাষী মানুষের উপস্থিতি ও আন্তরিক সহায়তা কামনায় ৩১ মে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জানানো হয়, খেলা শুরু হবে ১৩ জুন এবং ২৭ জুন পর্যন্ত খেলা চলবে।
নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাংলাদেশি আমেরিকান অফিসারসহ ট্রাফিক এ্যানফোর্সমেন্ট এজেন্টদের সংখ্যা ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় প্রবাসীদের নানা কারণে পুলিশ বাহিনীর সেবার পরিধি প্রসারের অভিপ্রায়ে এই ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারি টিম ও তার ক্যাপ্টেন ও ম্যানেজারদের তালিকা প্রকাশের সাথে উপস্থিত সকলের সাথে তাদের পরিচয় করিয়ে দেন মিডিয়া লিয়াঁজো কর্মকর্তা জামিল সারওয়ার জনি।
টিমগুলো হচ্ছে : কুইন্স রাইজিং স্টার, ব্লু স্টার, বাপা, ব্রুকলিন নর্থ, সুপার ঈগলস, এনওয়াই টাইগার, ফ্লাইং ঈগলস, ব্রঙ্কস টাইগার্স, কুইন্স ওয়ারিয়র্স, দ্য কিংস, হাডসন হিটার্স এবং টিএসও ফ্লাইং ঈগলস। বেইজলি পন্ড পার্ক ছাড়াও খেলা অনুষ্ঠিত হবে বীচ ৫৮ এ। এই সংবাদ সম্মেলনে উপস্থিত সকলকে স্বাগত জানান বাপা'র সেক্রেটারি প্রিন্স আলম।
বাপার সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরীও সবাইকে যুক্তরাষ্ট্রের মেমোরিয়াল ডে উপলক্ষে আত্মাহুতি দেয়া সৈনিকদের আনুষ্ঠানিকভাবে স্মরণ করেন। তিনি করোনায় মৃত্যুবরণকারি প্রবাসীসহ সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।
উল্লেখ্য, এই ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রচারে সহযোগিতা দিচ্ছে টিবিএন-২৪ এবং মিডিয়া পার্টনার হচ্ছে প্রথম আলো উত্তর আমেরিকা।
সি ডব্লিউএ-১১৮২ এর ভারপ্রাপ্ত প্রশাসক রিকি মরিসন সংবাদ সম্মেলনে যোগ দিতে না পারায় তার পক্ষে বক্তব্য দেন সংগঠনের চিফ ডেলিগেট সাঈদ ইসলাম। এ সময় আয়োজক সংস্থা দুটির কর্মকর্তাগণের মধ্যে আরও ছিলেন সর্দার মামুন, এরশাদ সিদ্দিক, মাকিস আহমেদ, সৈয়দ উতবা, মোহাম্মদ আলমগীর, হারুন রশীদ, শামীম হোসেইন, মোহাম্মদ সোলাইমান, মনজুর হোসেইন প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা