৩৫ তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। সম্মেলনের নতুন তারিখ ২৬, ২৭, ও ২৮ নভেম্বর (শুক্র, শনি ও রবিবার)।
১৬ জুন বুধবার নিউইয়র্কে ফোবানা এক্সিকিউটিভ কমিটি ও হোষ্ট কমটিরি এক যৌথ বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত ঘোষণা করেন ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী। সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বৈঠকের মূলতবী ঘোষণা করেন।
বৈঠক পরিচালনা করেন এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি মাসুদ চৌধুরী। এক্সিকিউটিভ কমিটির সকল সদস্যসহ হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল, সভাপতি ইনারা ইসলাম এবং মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ বৈঠকে ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন