স্পেনে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার মাদ্রিদে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. একরামুজ্জামান কিরণ সভাপতি, হিমেল আহম্মেদ ইসহাক সাধারণ সম্পাদক ও বুলবুল আহম্মেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোন।
সাধারণ সভায় সভাপতিত্ব করেন মো. একরামুজ্জামান কিরণ। বুলবুল আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন গতিশীল রাখতে নতুন কমিটি গঠনসহ নানা কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবু বক্কর চৌধুরী মামুন, আতাউর রহমান খান, হিমেল আহম্মেদ ইসহাক, আবুল হাসান, হাসান তারেক, আহসান, মনির হোসেন, খসরু হাসান, মিজান, ফরিদ আহমেদ, জাকির খান, রনি মোহাম্মদ, রিপন, জাহাঙ্গীর প্রমুখ। আলোচনা শেষে নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেন-এর নতুন কমিটি ঘোষণা করা হয়।
২০২১-২০২৩ সালের জন্য নির্বাচিত কমিটির সদস্যরা হলেন-সভাপতি একরামুজ্জামান কিরণ, সিনিয়র সহ-সভাপতি- মো. আবুল হোসেন, সহ-সভাপতি হাসান তারেক, লুৎফুর রহমান ও আমির হোসেন, সাধারণ সম্পাদক হিমেল আহম্মেদ ইসহাক, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আহসান, সহ-সাধারণ সম্পাদক শওকত আহমেদ ও মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদ, খসরু হাসান, হাবিবুর রহমান ও তাহের আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ফারহানা ইয়াসমীন, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা নাজনীন হাসান, মা ও শিশু বিষয়ক সম্পাদিকা হামিমা আক্তার রুমী, সহ-মা ও শিশু বিষয়ক সম্পাদিকা কামিনী বেগম, প্রচার সম্পাদক লিটন, ক্রীড়া সম্পাদক শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক গোলাম মো. ফয়সাল, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনির হোসেন, দফতর সম্পাদক ফরিদ আহম্মেদ, সমাজ কল্যাণ সম্পাদক কায়েশ মাওলা, সহ-সমাজ কল্যাণ সম্পাদক জাকির শাহ হোসেন, সদস্য রিপন, রনি শাওন ভূঁইয়া ও জাহাঙ্গীর হোসেন।
বিডি প্রতিদিন/এমআই