কাতারে প্রথমবারের মতো বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দূতাবাস প্রাঙ্গণে ১০ টা থেকে বিকাল-৪ টা পর্যন্ত রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকনের তত্ত্বাবধানে এবং হামাদ মেডিকেল কর্পোরেশনের সহযোগিতায় ৬৫ জন প্রবাসী বাংলাদেশি সেচ্ছায় এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
হামাদ মেডিকেল কর্পোরেশনের ব্লাড ট্রান্সফিউশন সার্ভিসের সহকারি নির্বাহী পরিচালক ডা. আয়েশা আল মালকি'র উপস্থিতিতে এ রক্তদান কর্মসূচী শুরু হয়। এসময় ডা. আয়েশা আল মালকি রক্তদান কর্মসূচী আয়োজনের জন্য বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ কমিউনিটি কাতারকে ধন্যবাদ জানান এবং তিনি বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক বুকলেট প্রকাশ, বাংলা ভাষায় টেলিফোন সেবা চালু এবং বাংলাদেশ কমিউনিটির জন্য স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচী আয়োজনের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এছাড়াও হামাদ হাসপাতালের ডিএলএমপি বিভাগের ভাইস চেয়ার ডা. জাভেদ আখতার, ডিএলএমপি বিভাগের সিনিয়র কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান ড. জালাউদ্দিন ভূইয়া, ডিএলএমপি ডোনার সার্ভিস ম্যানাজার ডা. সাদিকা ইসমাইল আব্বাস, নবনিযুক্ত বাংলাদেশ দূতাবাসের Defence advisor ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন, বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, সৈয়দ আনা মিয়া, আমিন রসুল সাইফুল, জসিম উদ্দিন দুলাল, নূর মোহাম্মদ নূরসহ বাংলাদেশ কমিউনিটির সদ্যসরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত জসিম উদ্দিন তার বক্তব্যে বাংলাদেশ কমিউনিটির মানুষের স্বার্থে সারাবছর এই রক্তদান কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেন। তিনি প্রবাসী বাঙালি কমিউনিটির কল্যাণার্থে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি চালু করার বিষয়ে তার আগ্রহ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যে হামাদ মেডিকেলে বাংলা ভাষায় টেলিফোন সেবা চালুর বিষয়ও উল্লেখ করেন। তিনি রক্তদান কর্মসূচীকে সাফল্যমন্ডিত করার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে কাতারস্থ বাংলাদেশ কমিউনিটি এবং হামাদ মেডিকেল কর্তৃপক্ষ কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়া পর্যন্ত বছরব্যাপী রক্তদান কর্মসূচি আয়োজন করার সম্ভাব্যতার বিষয়েও আলোচনা করেন।
বাংলাদেশ কমিউনিটির সভাপতি প্রকৌশলী আনোয়ার হোসেন আকন বলেন, 'আগামীতে এই কর্মসূচির আওতায় আরও প্রচারণার পাশাপাশি কিভাবে বেশিসংখ্যক প্রবাসীকে সম্পর্কিত করা যায় এসব বিষয়ে কাজ করবো। সবার অংশগ্রহণে আগামীতে এই ধারা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আনোয়ার হোসেন আকন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির