ওমানে গত শুক্রবার করোনায় মাত্র ৩৩ বছর বয়সে মারা যাওয়া বন্ধু সমাজ ওমানের সুবেখি উপশাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মাহবুব আলমের দাফন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মাহবুবের পরিবারের শত আকুতি থাকা সত্ত্বেও অনুমতি না থাকায় মরদেহ দেশে পাঠানো সম্ভব হয়নি। পরে বন্ধু সমাজ ওমানের সহ-সভাপতি ও বাংলাদেশ স্কুল সুইকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী শামসুল হকের সার্বিক সহযোগিতায় সোহারে প্রথম জানাজা ও আল-সোয়েকে দ্বিতীয় জানাজা শেষে সুলতান কাবুজ মসজিদের পাশে মাকবারায়ে আম-এ দাফন করা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামের বাঁশখালী থানার ৭নং সরল ইউনিয়নের বাসিন্দা প্রকৌশলী মাহবুব আলম প্রায় এক যুগ ওমানে কর্মরত ছিলেন। তিনি সুয়েক গভ. হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ভোর পাঁচটায় মৃত্যুবরণ করেন।
সম্প্রতি ওমানে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত সাধারণ নাগরিকরা। সঠিক সংখ্যা জানা না থাকলেও ধারণা করা হচ্ছে এ পর্যন্ত করোনায় শতাধিক বাংলাদেশির মৃত্যু নিশ্চিত হয়েছে।
করোনায় ওমান সরকারের দেয়া বিধিনিষেধ মেনে সতর্ক অবস্থানে থাকার জন্যে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি প্রকৌশলী আলি আশরাফসহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক