যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেলজিয়াম আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করেছে। রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা মাওলানা মুশফিক আহমেদ।
বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বেলজিয়াম এবং ইউরোপীয়ান ইউনিয়নে বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ।
বেলজিয়াম আওয়ামী লীগের নেতৃবৃন্দরা এর আগে বাংলাদেশ দূতাবাসে এবং অনুষ্ঠানস্থলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি বিধান দেব, ড. ফারুক মির্জা, যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল, প্রচার সম্পাদক আখতারুজ্জামান, ঘাতক দালাল নির্মূল কমিটির আনার চৌধুরী, সদস্যা স্বপ্না দেব, সদস্যা সাবেরা হাছান, সহ-সাংস্কৃতিক সম্পাদিকা আয়েশা সরকার, শাহীন খান, নেদারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, নরওয়ে আওয়ামী লীগ সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান, ফিনল্যান্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, বঙ্গবন্ধু ইঞ্জিনিয়ার্স সোসাইটির সাংগঠনিক সম্পাদক ড. মিঠুন রায়, বেলজিয়াম যুবলীগের সাধারণ সম্পাদক খালেদ মিনহাজ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজ উল আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার