জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ওমান শাখার উদ্যোগে মাস্কাটের একটি হোটেলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মো. মোজাফ্ফর হোসেনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমান যুবলীগের আহ্বায়ক সাদেক হাসান। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন ও বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আলাউদ্দিন আলো, মোহাম্মাদ মনির উদ্দীন খান, মোহাম্মাদ মোজাহিদ, মোহাম্মাদ আমজাদ হোসেন রানা ও মোহাম্মাদ ইমরান সরকারসহ আরও অনেকে। দোয়া মোনাজাত শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত