২৬ সেপ্টেম্বর, ২০২১ ০৯:৪৯

বাহরাইনে বাংলাদেশ বনাম ফিলিপাইন ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ

বাহরাইন প্রতিনিধি

বাহরাইনে বাংলাদেশ বনাম ফিলিপাইন ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ

বাহরাইনে বাংলাদেশ বনাম ফিলিপাইন ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ

বাহরাইনে বাংলাদেশ বনাম ফিলিপাইন এক ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ স্থানীয় সালমাবাদ গাল্ফএয়ার ক্লাব মাঠে অনুষ্ঠিত হয়েছে। বাহরাইন সরকার নিবন্ধিত বাংলাদেশি সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শুক্রবার (২৪-সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় এ খেলা অনুষ্ঠিত হয়।

দুই দলের অধিনায়ক পর্যায়ে পতাকা বিনিময়ের মধ্যে দিয়ে খেলাটি শুরু হয়। এতে বাংলাদেশ দলের পক্ষে অধিনায়ক ছিলেন ইসরাফিল ও ফিলিপাইন দলের অধিনায়ক ছিলেন টেরোন। ৯০ মিনিটের দুর্দান্ত খেলায় দর্শক মাতিয়ে ৫-০ গোলে ফিলিপাইনকে হারিয়ে জয় তুলে নেন বাংলাদেশ সোসাইটি দল। 

ম্যাচটিতে স্পন্সর করেন এন ই সি, লিন্নাস মেডিকেল সেন্টার, আয়শা রেস্ট্রুরেন্ট, শাকার টেইলার্স ফাস্ট এইড মেডিকেল। খেলায় আনুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ান ও রানার্স আপের মধ্যে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ সোসাইটির সভাপতি আসিফ আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন মোহাম্মদ ইফতেখার, শাহেনুর বাসার, সম্রাট নজরুল ও ইসমাঈল পলাশ। এতে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. নজরুল ইসলাম। সম্মানিত অতিথি (গেস্ট অফ অনার) ছিলেন বাহরাইনে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত আলফনসো এ ভির।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর (শ্রম সচিব) শেখ মোহাম্মদ তোহিদুল ইসলাম, নব নিযুক্ত প্রথম সচিব (পাসপোর্ট এবং ভিসা) মো. হারুনুর রাশিদ, বাহরাইন বাংলাদেশ স্কুলের চেয়ারম্যান মুইজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মনজুর আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ বাহরাইনের সভাপতি আলাউদ্দিন নূর, বাহরাইন ফিলিপাইন ক্লাবের সভাপতি রিক আদভিনকুলা, বাংলাদেশ স্কুলের বোর্ড মেম্বার গিয়াস উদ্দিন, শফি আহমেদ ও ফুয়াদ তাহির শান্তুনু। 

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধি, বাংলাদেশ সোসাইটির উপদেষ্টা ও কার্যকরি কমিটির সদস্যরা ,বাহরাইন বাংলাদেশ কমিউনিটির ব্যাবসায়িক নেতারা, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, উভয় দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর