২৪ অক্টোবর, ২০২১ ০৯:১৩

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কে সেমিনার ৬ নভেম্বর

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নিউইয়র্কে সেমিনার ৬ নভেম্বর

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘স্বাধীনতার ৫০ বছর: বাংলাদেশের সংগ্রাম, সাফল্য ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে ৬ নভেম্বর নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে জুইশ সেন্টারে। সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ’৭১ এর যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে এ আয়োজনে মূল বক্তব্য উপস্থাপন করবেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব  খ্যাতনামা সাংবাদিক-লেখক বীর  মুক্তিযোদ্ধা হারুন হাবীব।                                                                                                                                                               প্যানেলিস্ট হিসেবে আলোচনায় অংশ নেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ ড. সুফিয়ান এ খন্দকার, জাতিসংঘ পপুলেশন কাউন্সিলের সিনিয়র এসোসিয়েটস ড.সাজেদা আমিন, খ্যাতনামা অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহফুজ আর চৌধুরী, মুক্তিযুদ্ধের বন্ধু ও মানবাধিকার শিক্ষক ড. পার্থ ব্যানার্জি এবং মুক্ত চিন্তার লেখক ফকির ইলিয়াস। 

ফ্লোরে অতিথি-পর্যবেক্ষক  হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধাগণ। সেমিনারটি কেবল আমন্ত্রিত সুধীজনের জন্যে উম্মুক্ত। শুরুতে পরিবেশিত হবে বাংলাদেশের গান। অংশ নেবেন কণ্ঠযোদ্ধাসহ প্রবাসের বিশিষ্ট শিল্পীরা। হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ এবং সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সুধীজনসহ সকল মুক্তিযোদ্ধাকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন এ সেমিনারে। বাংলাদেশের উন্নয়ন-সম্ভাবনা-সংকট ইত্যাদি আলোকে প্রশ্নোত্তর পর্বও থাকবে সেমিনার শেষে।

 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর