৩০ নভেম্বর, ২০২১ ২০:৩৫

বর্ণাঢ্য আয়োজনে কানাডা বাংলা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে কানাডা বাংলা টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ‘কানাডা বাংলা টেলিভিশনের’ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার ক্যানবাংলা হলরুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডায় বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্কারবরো সাউথ-ওয়েস্ট অন্টারিও প্রাদেশিক সংসদের সদস্য ডলি বেগম।

এতে কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, রাজনীতিক, ব্যবসায়িক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও টেলিভিশন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।  স্বাগত বক্তব্যে ক্যানবাংলা টিভির প্রেসিডেন্ট এন্ড সিইও ড. মো. হুমায়ুন কবির উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। 

অনুষ্ঠানের প্রথম পর্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, নতুনদেশ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর,  ব্যারিষ্টার  রিজওয়ান রহমান,  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার  সভাপতি ড. এম এম তোহা, আবাকান- এর  সাধারণ সম্পাদক হাসমত আরা জুঁই, কুয়েট-এর সভাপতি ইন্জিঃ নওশের আলী, রোটারি ক্লাব অব টরোন্টো-ড্যানফর্দের প্রেসিডেন্ট মোঃ হোসেনুজ্জামান, প্রেসিডেন্ট  ইলেক্ট আনোয়ার কবির ও এক্স প্রেসিডেন্ট মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধাদের পক্ষে মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস মিয়া, অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক আহমেদ হোসেন, সাংবাদিক মাহবুব ওসমানী। কানাডা বাংলা টেলিভিশনের পক্ষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন চীফ এডিটর গাজী সালাউদ্দীন মাহমুদ মিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক বাকসু ভিপি ফাইজুল করিম। 

বক্তারা কানাডা বাংলা টেলিভিশনের সাফল্য কামনা করেন ও সেই সাথে আশা করেন ক্যানবাংলা মানসম্মত অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুক্ত, সাহিত্য সংস্কৃতি, লোকজ ঐতিহ্য, শিল্পকলা, কৃষ্টিকে তুলে ধরে কানাডায় বড় হওয়া প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে  ইতিবাচক ধারণা  দেবে। 

দ্বিতীয় পর্বে সংগীত ও আবৃত্তির মাধ্যমে দর্শক মাতিয়ে রাখেন ফারহানা শান্তা, মৌসুমী পুতুল, মানবী মৃধা, হিমাদ্রি রায়, বাবলু হক ও মৈত্রী দেবী। আপ্যায়ন (ডিনার) পর্বে সহযোগিতায় ছিলেন শেখ জসিম উদ্দিন,  জহির আহমেদ জনু, ইলিয়াস মোল্লা, নুরুল ইসলাম সেলিম, গিয়াস উদ্দিন প্রমুখ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর