৩০ সেপ্টেম্বর, ২০২২ ২১:২৬

ইতিহাস সমৃদ্ধ মালাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের একদিন

মালয়েশিয়া প্রতিনিধি

ইতিহাস সমৃদ্ধ মালাকায় বাংলাদেশি শিক্ষার্থীদের একদিন

মালয়েশিয়ার প্রাচীন রাজধানী ও অনেক ইতিহাস ঐতিহ্যের স্মারক বহন করা শহর মালাকা। রাজধানী কুয়ালালামপুর হতে প্রায় আড়াই ঘণ্টার পথ। গত রবিবার (২৫ সেপ্টেম্বর) ইতিহাস সমৃদ্ধ মালাকা সম্পর্কে ব্যাপক ধারনা পেতে মালাকা ভ্রমণে যান মালয়েশিয়ার দশটি কলেজ ও ইউনিভার্সিটির প্রায় ৫০ জন বাংলাদেশি শিক্ষার্থী।

বৃষ্টিস্নাত সকালে মালয়েশিয়ার 'প্রতীক' খ্যাত টুইন টাওয়ারের সামনে থেকে সকাল নয়টায় ছেড়ে বেলা সাড়ে এগারটা নাগাদ মালাকায় পৌঁছে শিক্ষার্থীদের বহনকারী বাসটি। লম্বা এ সময়ের এ পথ জুড়ে গান, কবিতা, একক অভিনয় ও বিভিন্ন প্রকার মজার মজার গল্পের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠে বাসভর্তি শিক্ষার্থীরা।

দিনব্যাপী এ ভ্রমণের আয়োজক ছিলেন মালয়েশিয়ায় বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটিতে ভর্তি সংক্রান্ত পরামর্শদাতা প্রতিষ্ঠান এনএসএস সলিউশন। প্রতিষ্ঠানটির দায়িত্বে থাকা মোহাম্মদ সবুজ হোসেন জানান, মালয়েশিয়ার ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে বাংলাদেশি শিক্ষার্থীদের ধারনা দিতেই মূলত আমাদের এ ভ্রমণের উদ্দেশ্য। শুরুতে আমরা তাই মালয়েশিয়ার প্রাচীন রাজধানী ও অনেক ইতিহাস ঐতিহ্যের স্মারক বহন করা শহর মালাকায় যাই। শিক্ষার্থীদের নিয়ে এভাবে ক্রমান্বয়ে আমরা মালয়েশিয়ার অন্যান্য স্থান ও শহরগুলোতে ভ্রমণেও উদ্যোগ নিবো।

দিনব্যাপী এ ভ্রমণে বাংলাদেশি শিক্ষার্থীরা এসময় ইতিহাস সমৃদ্ধ মালাকার পুলাউ বেসার, খ্রিস্ট চার্চ, মিউজিয়াম সমুদ্র, মিনারা তামিং সারি, দি স্কাই শোর টাওয়ার, রিভার ক্রুস ও মসজিদ সেলাক মালাকা দেখা শেষে বিকাল ছয়টায় রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন।

এসময় বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরণ, এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান ও নিউজ টোয়েন্টি ফোর প্রতিনিধি শাহাদাত হোসেন শিক্ষার্থীদের সাথে ভ্রমণ সঙ্গী ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর