নীলনদ ও পিরামিডের দেশ মিশরের আল-আজহারসহ সব বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠানের বাংলাদেশি ছাত্রদের একমাত্র সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলে আল-আজহার বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৬০০ জন বাংলাদেশি ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলামসহ দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। এছাড়া অন্যান্য দেশের অর্গানাইজেশনের ছাত্র প্রতিনিধিরা ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের সভাপতি মো. নাজিব শাওকী। অনুষ্ঠান পরিচালনা করেন অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল, সাইমুম আল-মাহদী। ইফতার মাহফিলে অর্গানাইজেশনের উপদেষ্টামণ্ডলির সদস্য ও সিনিয়রদের মাঝে বক্তব্য দেন শোয়াইব হোসাইন আল-আজহারী, তাজদিদ বিন অদুদ এবং মো. শিহাবউদ্দীন আল-আজহারী। সমাপনী বক্তব্য ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অর্গানাইজেশনের সহ-সভাপতি শাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন অর্গানাইজেশনের সভাপতি। তিনি ছাত্রদেরকে মতানৈক্য ভুলে ইসলামের সুমহান আদর্শের ছায়াতলে, একতার বন্ধনে অটুট থাকার তাগিদ দেন।
মিশরীয় সময় বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হয়ে চলে মাগরিবের আজানের আগ পর্যন্ত। ১৬ রমাজানুল মোবারকে আয়োজিত এই অনুষ্ঠানে আলাদা দুইটি অডিটরিয়াম বুকিং করা হয়। যেন অর্গানাইজেশনের মহিলা সদস্যরা পর্দার সাথে ইফতারি আয়োজনে অংশগ্রহণ করতে পারেন।
অর্গানাইজেশনের নয় সদস্যের কার্যকরী কমিটির অক্লান্ত পরিশ্রমে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে কুরআন তেলওয়াত, রমাজান নাশিদ, অর্গানাইজেশনের থিম সংসহ ইসলামী সংস্কৃতির নানান কার্যক্রম উপস্থাপিত হয়। অর্গানাইজেশনের সাংস্কৃতিক ফোরামের সদস্যরা তা পরিবেশন করেন। মনোমুগ্ধকর এই আয়োজনে সংগীত পরিবেশন করেন রেজাউর রহমান, সাজিদুল ইসলাম, কাওসার হাবিব, নেওয়াজ জুলকারনাইন।
ইফতারের আয়োজনেও ছিলো বাংলাদেশি খাবারের ছোয়া। ছাত্রদের নিজ হাতে রান্না করা বিফ বিরিয়ানি, যা বাঙালির ঐতিহ্যকে তুলে ধরে।
বর্তমান বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের কার্যকরী কমিটির সেশনে নয় সদস্যের মাঝে আরো রয়েছেন অর্থ সম্পাদক সাইফুর রহমান ও শরীফ মো. কাওসার হোসাইন। শিক্ষা সম্পাদক আব্দুর রহমান, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন আরাফাত এবং মিডিয়া ও প্রেস সম্পাদক আল আমিন সরকার।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ