রাসেল আহম্মেদকে সভাপতি এবং শহীদ আহমেদ সাধারণ সম্পাদক করে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের ২০২৩/২৪ সালের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কনিটি গঠন করা হয়েছে। সোমবার লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। এছাড়া সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ তারভীরকে নির্বাচিত করা হয়।
পরবর্তীতে সকলের মতামত ও পরামর্শ ক্রমে ১৮ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সংগঠনের সদ্য সাবেক সভাপতি ফরিদ আহমেদ পাটোয়ারীর এ সভার সভাপতিত্ব এবং নির্বাচন পরিচালনা করেন।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী বেলাল আহমেদ এবং কার্যকরি কমিটির এক নম্বর সদস্য হিসেবে রয়েছেন ফরিদ আহমেদ পাটোয়ারী ও রনি মোহাম্মদ। সিনিয়র সহ সভাপতি এফ আই রনি।
সহ সভাপতি আনোয়ার এইচ খান ফাহিম, অর্থ সম্পাদক জাহিদ কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, এনামুল হক, মো. আবু সাঈদ।
সহ সাংগঠনিক সম্পাদক সমীর দেবনাথ, প্রচার সম্পাদক মহি উদ্দিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহজাহান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. হাসান কোরাইশী এবং সদস্য হিসেবে রয়েছেন শওকত ও রাহীব ফয়সাল।
বিডি প্রতিদিন/হিমেল