১৯ অক্টোবর, ২০২৩ ০০:৩৯

জার্মানিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

বিটু বড়ুয়া, জার্মানি প্রতিনিধি

জার্মানিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

জার্মানিতে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

যথাযোগ্য মর্যাদায় জার্মানির বার্লিনেও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে।

বুধবার বার্লিনের বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে দিবসটি পালনে নেওয়া হয় নানা কর্মসূচি।

আয়োজিত অনুষ্ঠান সূচির মধ্যে ছিল শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ এবং শেখ রাসেল স্মরণে এক মিনিট নীরবতা পালন, বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা অনুষ্ঠান।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, দূতাবাসের রাজনৈতিক মিনিস্টার জাভেদ ইকবাল অন্যরা সংক্ষিপ্ত আলোচনায় বলেন, শহীদ শেখ রাসেল এতদিন বেঁচে থাকলে শোষণ ও বঞ্চনাহীন সত্যিকারের সোনার বাংলা গড়ার অন্যতম কারিগর হতেন। 

অনুুষ্ঠানে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটার পর তার ও পরিবারের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর