অস্ট্রেলিয়ার মেলবোর্নে উদযাপিত হয়েছে বাংলাদেশের নারীদের মিলনমেলা 'সিস্টারহুড ফেস্ট'। গত ২৭ অক্টোবর (রবিবার) মেলবোর্নের উইলিয়ামস্টাউন টাউনে নারী সংগঠন 'অসিবাংলা সিস্টারহুড'র উদ্যোগে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হয়েছে এই মিলনমেলা।
অনুষ্ঠানের অডিটোরিয়ামটি রঙিন বসন্ত থিমে সজ্জিত ছিল, যা অতিথিদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দের অনুভূতি বাড়িয়ে তোলে। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল অলব্রাইট ও পাওয়ার স্পন্সর ছিল ইনস্ট্যান্ট কেয়ার।
আয়োজনে সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. জান্নাত ও সেজুতি। অনুষ্ঠানটি শুরু হয় বাংলাদেশ নিয়ে একটি অসাধারণ নৃত্য পরিবেশনার মাধ্যমে, যা প্রস্তুত করে ফোরথ ডাইমেনশন প্রোডাকশন টিম।
বসন্ত থিমে নৃত্য পরিবেশন করেন রাশ্মি সেহেলি, সায়েরা ও কুমকুম। নাচের আরো আয়োজন করেন সর্না, নওরিন, তুষ্টি ও জান্নাত। সেই সঙ্গে ফিউশন ড্যান্স পরিবেশন করেন সাজুতি ও তার দল। নৃত্যশিল্পীরা তাদের অসাধারণ প্রতিভার মাধ্যমে অনুষ্ঠানে প্রাণবন্ততা যোগ করেন।
গান পরিবেশন করেন- অবনি মাহবুব, আয়েশা মালা ও তাহসিনা। তাঁদের মধুর কণ্ঠ ও আবেগময় গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।
এছাড়াও, রওনক রাব্বানী ও রুমানা জাহান একটি রম্য কবিতা আবৃত্তি করেন, যা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে। অতিথিদের জন্য বিশেষ গেম সেগমেন্টও রাখা হয়েছিল, যেখানে সবাই অংশগ্রহণ করে আনন্দ ভাগাভাগি করে নেয়।
সিস্টারহুড ফেস্টটি অস্ট্রেলিয়ার সব বাংলাদেশি নারীদের মধ্যে বিপুল জনপ্রিয়। এটি তাদের জন্য নিজস্ব ভালোলাগার একটি বিশেষ দিন, যেখানে তারা প্রতিবছর এক হয়ে কিশোরীবেলার মতো আনন্দ উপভোগ করতে পারেন। এই মিলনমেলা বাংলাদেশি নারীদের ঐক্য আর বন্ধনের এক অসামান্য উদাহরণ। মেলবোর্নের পাশাপাশি, এই বছর এই আয়োজনটি সিডনি ও ব্রিসবেনেও অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা