নিউইয়র্কে নব নিযুক্ত কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে গতকাল মঙ্গলবার (২০ মে) এক সৌজন্য সাক্ষাতে প্রবাসীদের স্বার্থ-সংশ্লিষ্ট ইস্যু নিয়ে মতবিনিময় করেছেন নিউইয়র্ক স্টেট বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য গোলাম ফারুক শাহীন। প্রতিনিধি দলে আরও ছিলেন নিউইয়র্ক স্টেট বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, দেওয়ান কাউসার, বিএনপির সিনিয়র নেতা ও সাংবাদিক আনিসুর রহমান, এ আর মাহবুবুল হক এবং শাহজাহান লিটন।
মতবিনিময়কালে কনসাল জেনারেল প্রবাসীদের প্রত্যাশিত সেবা প্রদানে তার অফিস সবসময় প্রস্তুত থাকে বলে উল্লেখ করে সেবার এই পরিধি আরও বিস্তৃত করতে বিএনপি তথা কমিউনিটি নেতৃবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।