মিয়ানমারের সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়ে গুলিবিদ্ধ রোহিঙ্গা কামাল হোসেন (২৪) বাংলাদেশে পালিয়ে আসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কামাল মিয়ানমারের আকিয়াব জেলার মংডু থানার হাতিঘাটা এলাকার আবদুল হাকিমের ছেলে। গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৭ অক্টোবর তিনি স্বজনদের মাধ্যমে চমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
জেলা পুলিশ মেডিকেল টিম-১ এর সহকারি পরিদর্শক মো. আমানুল হক আমান বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা এক গুলিবিদ্ধ রোহিঙ্গা ২৪ দিন চিকিৎসার পর হাসপাতালে মারা যান। মরদেহের সুরতহাল রিপোর্ট করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার