বৃষ্টিকে আমি ভালোবাসি। দুপুরে বৃষ্টি কলেজের উদ্দেশে বাসা থেকে বের হয়। তাকে কলেজে পৌঁছে দিতে গেটের সামনে দাঁড়ানো থাকে তাদের টয়োটা করল্লা উনিশো নিরানব্বই মডেলের টকটকা লাল রঙের প্রাইভেট কার। গাড়ির পেছনে সিটে অভিজাত ভঙ্গিমায় শিরদাঁড়া টানটান করে বৃষ্টি বসে থাকে, বৃষ্টির দৃষ্টি থাকে নিচুতে। সবসময় সে বই পড়তে পড়তে গাড়িতে চলাফেরা করে। কারও দিকে চেয়ে দেখে না, আশপাশে মুখ ঘোরায় না। ফলে দর্শনার্থী বেশে দাঁড়িয়ে থাকা আমাকে বৃষ্টি দেখতে পায় না। আমি তবুও দাঁড়িয়ে থাকি। বৃষ্টির গাড়ি হর্ন চেপে আমাকে অতিক্রম করে গেলে আমি ধীর পায়ে হেঁটে ময়না মামার চায়ের দোকানে গিয়ে বসি আর অপেক্ষা করি বৃষ্টির ফিরে আসার। এভাবেই একদিন চায়ের দোকানে বসে আমি বৃষ্টিকে নিয়ে আকাশ কুসুম ভাবছি। দেখলাম বৃষ্টির গাড়ি ফিরে আসছে, আমি তড়াক করে উঠে বসলাম। আমাকে অবাক করে লাল গাড়িটি আমার ঠিক সামনেই থামল। নেমে আসল ড্রাইভার মোতালেব। আমার পাশেই বসে চায়ের অর্ডার দিল। আমি মোতালেব ড্রাইভারের কাছে এগুলাম, ডাবল লিকারে কড়া দুধ চা, নোনতা বিস্কুট, বনরুটি খাইয়ে মোতালেব ড্রাইভারকে মুহূর্তে আমার হাতে নিয়ে আসলাম। কথায় কথায় জানতে পারলাম আগামী সপ্তাহে মোতালেব ড্রাইভার এক মাসের ছুটিতে বাড়ি যাচ্ছে, বৃষ্টিদের ড্রাইভারের পোস্ট খালি হবে, লোক খোঁজা হচ্ছে। আমার দম বন্ধ হয়ে এলো। এ তো মেঘ না চাইতেই তুফান! কিন্তু সমস্যা হলো আমি গাড়ি চালাতে পারি না। হাতে সপ্তাহখানেক সময় আছে। আমি সেদিন সন্ধ্যায় ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে গেলাম। চরম অধ্যবসার জোরে এক সপ্তাহের মধ্যে ড্রাইভিং শিখে ফেললাম। মোতালেব ড্রাইভারের রেফারেন্সে চাকরিটাও হয়ে গেল। বৃষ্টিদের বাড়িতে ড্রাইভার হয়ে ঢুকছি, ঘরজামাই হয়ে থেকে যাওয়ার প্ল্যান। বৃষ্টিকে নিয়ে আজ আমি প্রথম কলেজে যাব। সুগন্ধি লাগিয়ে গায়ে নতুন কেনা শার্ট প্যান্ট ব্লেজার চাপিয়ে, পায়ে চকচকে সু গলিয়ে আমি বৃষ্টির বাড়িতে যাই, গ্যারেজ থেকে গাড়ি বের করে অপেক্ষা করি গেটের সামনে। আকাশ কালো করেছে, বৃষ্টি নামবে। চমৎকার হবে! বৃষ্টি বাসা থেকে নেমে এসে গাড়িতে চড়ল। মাথা নিচু, সামনে বই খোলা, বৃষ্টি পড়ায় ডুবে আছে। আমি এক নজর দেখে গাড়ি স্টার্ট দিলাম, গাড়ি চলছে, আমার মন ফুরফুর করছে। ব্যাক মিররে কিছুক্ষণ পর পর বৃষ্টিকে দেখছি। আহা কি শান্ত সিগ্ধ সরল মুখ! বৃৃষ্টি নেমেছে, এফএম রেডিওতে বৃষ্টির দিনে প্রেমের গান বাজছে। গানের তালে আমিও গুনগুনিয়ে সূর মেলাচ্ছি। মনে মনে কল্পনা করছি একগুচ্ছ কদম ফুল হাতে বৃষ্টির সামনে হাঁটু গেড়ে আমি বলব, ‘বৃষ্টি চলো, আজ বৃষ্টিতে ভিজে একসাথে আদা চা পান করি।’ আমি ভাবছি হঠাৎ কানে ভেসে এলো, ‘বায়ে দাঁড়ান, বায়ে দাঁড়ান।’ মিররে তাকিয়ে দেখি বৃষ্টি গাড়ি সাইডে দাঁড় করাবার ইঙ্গিত দিচ্ছে। কলেজ এখনো খানিকটা দূরে। এখানে কেন দাঁড়াতে বলল! আমি গাড়ি দাঁড় করালাম। সঙ্গে সঙ্গে একটা ছেলে পিছনের দরজা খুলে গাড়িতে চড়ে বসল। আমি কিছু বলার আগেই বৃষ্টি আমাকে বলল, ‘ড্রাইভার আংকেল, গাড়ি থেকে নেমে আপনি সামনের দোকানে এক কাপ চা খেয়ে আসুন। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে একটু একা গল্প করব’, বলেই বৃষ্টি আমার দিকে ১০ টাকার নোট বাড়িয়ে ধরল। স্তব্দ আমি ১০ টাকার নোট হাতে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালাম। মুষল বৃষ্টিতে রাস্তাঘাট ভেসে যাচ্ছে। আমি এক বৃষ্টিকে গাড়িতে রেখে আরেক বৃষ্টিকে সঙ্গী করে হেঁটে সামনে এগোলাম।
শিরোনাম
- বগুড়া আরডিএ’র নিয়োগ জালিয়াতি, জড়িতদের তথ্য পেয়েছে পুলিশ
- সংস্কৃতি মানুষকে সভ্য করে : কাদের গনি চৌধুরী
- মোবাইল আসক্তি বদলে দেবে দেহের গঠন
- ‘স্বাধীনতা রক্ষায় বিএনপিকে বিজয়ী করা ছাড়া বিকল্প নেই’
- আমরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
- বিশ্বনাথে ৬ চোরাই সিএনজি উদ্ধার, ১ আটক
- ‘আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়া’ ’৭১ সালেই প্রত্যক্ষ করেছে জনগণ : প্রিন্স
- দিনাজপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে মুক্তিযোদ্ধা সমাবেশ
- সংস্কার ছাড়া জনগণের কাছে আর কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় : মামুনুল হক
- ২৩ মাঠ কর্মকর্তাকে বদলি করলো ইসি
- নেত্রকোনায় সীমান্তে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : তৃপ্তি
- দাবি না মানলে ১১ নভেম্বর কঠোর কর্মসূচির ঘোষণা দেবে আট দল
- ইস্তাম্বুলে শান্তি আলোচনা ব্যর্থ, দায়ী পাকিস্তান: তালেবান
- ইলেকশন অবজারভার সোসাইটির আত্মপ্রকাশ
- আওয়ামী লীগের আমলেই দেশের সংখ্যালঘুরা বারবার নির্যাতিত হয়েছে : দুলু
- কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয় : তারেক রহমান
- বগুড়া পৌরসভার উন্মুক্ত ড্রেন যেন মৃত্যু ফাঁদ
- রাজবাড়ীতে উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- টাঙ্গাইল আদালত চত্বরে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার উদ্বোধন