শিক্ষক : মরুভূমির একটা প্রাণীর নাম বলো।
প্রথম ছাত্র : উট।
শিক্ষক : ঠিক আছে। আরেকজন মরুভূমির আরেকটি প্রাণীর নাম বলো।
দ্বিতীয় ছাত্র : আরেকটি উট।
-
প্রেমিক : প্রেমিকা হোটেলে বসে খাচ্ছে। প্রচুর খাবারের অর্ডার দেওয়া হয়েছে।
প্রেমিক : তা হলে তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছ?
প্রেমিকা : হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে পারব না।
প্রেমিক : এই বেয়ারা, আমাদের দুজনের দুটো আলাদা বিল নিয়ে এস।
-
ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত¡না দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’
হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’
-
: হিমালয় জায়গাটা কেমন?
: ভালোই তো মনে হলো।
: তা কী দেখলি ওখানে?
: এত এত পাহাড়, কিছুই দেখতে পেলাম না!
-
চিৎকার করে এলবিডব্লিউর আবেদন করল বোলার, ‘হাউজ দ্যাট!’
এদিকে ব্যাটসম্যান তখন পায়ে বল লেগে ব্যথায় কোঁকাচ্ছে। ধীর পায়ে ব্যাটসম্যানের দিকে এগিয়ে গেলেন আম্পায়ার। বললেন, ‘হাঁটতে পারবে তো?’
ব্যাটসম্যান : হুম। রানার লাগবে না। আমি রান করতে পারব।
আম্পায়ার : রান করতে হবে না। হেঁটে হেঁটে প্যাভিলিয়নে ফিরতে পারলেই হবে। তুমি আউট।
-
কালাম খুব ভোরে জামালকে ডেকে তুললেন।
: এই দেখ তো সূর্য উঠেছে কি না?
: একটু সবুর করুন। হারিকেনটা জ্বালিয়ে নিয়ে আসি।
-
প্রথম বন্ধু : কিরে, তোর চোখের ওপর ব্যান্ডেজ কেন? গালেও তো দেখছি চোট লেগেছে। গতকাল সন্ধ্যায় দেখলাম এক সুন্দরী মহিলার সঙ্গে পার্কে বসে আছিস! এরই মধ্যে হঠাৎ কী হলো?
দ্বিতীয় বন্ধু : গতকাল তুই যা দেখেছিলি আমার স্ত্রীও তা দেখে ফেলেছে।
সংগ্রহ : হাসানুর রহমান, কেন্দুয়া, নেত্রকোনা