আমার এক বন্ধু বললো, কী একটা যন্ত্রণা বল তো! এত বোকা মানুষ নিয়ে সংসার করা যায়? আমি বললাম, একটু বুঝিয়ে বল। মানে ভাবি এমন কী করলো, যার কারণে তুই তাকে বোকা মানুষ বলছিস। আর কেন তোর মনে হচ্ছে তাকে নিয়ে সংসার করা যায় না। বন্ধু বললো, তুই তো জানিস, তোর ভাবি কিছুদিন ধরে বাবার বাড়িতে আছে। তো তার সঙ্গে আমার সারা দিনই যোগাযোগ হয় মোবাইলে। কিন্তু গত দুই-তিন দিন ধরে খেয়াল করছি, তার কথা বোঝা যাচ্ছে না। কোনো কোনো সময় গ্যাড়গ্যাড় করছে, কোনো কোনো সময় শোঁ-শোঁ করছে। আমি ধরেই নিলাম তার মোবাইলে বড় কোনো সমস্যা দেখা দিয়েছে। হয় মেরামত করতে হবে, না হয় নতুন একটা কিনতে হবে। আর এ জন্যই আজ সকালে গিয়েছিলাম তার সঙ্গে দেখা করার জন্য। গিয়ে দেখি সে একজনের সঙ্গে মোবাইলে কথা বলছে। আর মোবাইলটা প্যাঁচিয়ে রেখেছে কাপড় দিয়ে। আমি বললাম, তুমি কি তাহলে আমার সঙ্গে কথা বলার সময়ও মোবাইল কাপড় দিয়ে প্যাঁচিয়ে রাখো? তোর ভাবি হ্যাঁ-বোধক মাথা নাড়ালো। আমি বললাম, এই জন্যই তো গ্যাড়গ্যাড় করে, শোঁ-শোঁ করে। কিন্তু কথা বলার সময় মোবাইল কাপড় দিয়ে প্যাঁচিয়ে রাখার কারণ কী? তোর ভাবি তখন কী বলে জানিস? আজকাল নাকি কলরেকর্ড খুব ফাঁস হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কাপড় দিয়ে মোবাইল প্যাঁচিয়ে কথা বললে কি কলরেকর্ড ফাঁস হয় না? সে বললো, আরে না, এমন কিছু না। কাপড় দিয়ে মোবাইল প্যাঁচিয়ে নিলে নিজের কণ্ঠটা অস্পষ্ট হয়। অতটা চেনা যায় না। এতে বিরাট সুবিধা। যদি কোনো কারণে কলরেকর্ড ফাঁস হয়েই যায়, অন্তত বলা যাবে, এটা আমার কণ্ঠ না। এবার আমি বললাম, তোর এই বউকে তুই বোকা বলছিস? আরে, এই ভদ্র মহিলা তো অতিচালাক। এবার বন্ধু দীর্ঘশ্বাস ছেড়ে বললো, অতিচালাকের গলায় ওইটা। আমি জানতে চাইলাম, কোনটা? সে তখন পাশের মাঠে ঘাস খেতে থাকা এক গরুর দড়ি দেখালো। দুই দিন পর এই বন্ধুর সঙ্গে আবার দেখা। সে বললো, এই যে কদিন পরপর কলরেকর্ড ফাঁস হওয়ার একটা হিড়িক পড়ে, এটা কেন? এটা বন্ধ করার কি কোনো উপায় নেই? আমি বললাম, অবশ্যই উপায় আছে। যেমন উপায় খুঁজে নিয়েছেন আমার চাচা। উনি হঠাৎ করেই নিশিপ্রেমী হয়ে উঠেছেন। রাত উদযাপনের জন্য প্রায় প্রতিরাতেই ঘুরতে বের হয়ে যান। এতে যেটা হয়, দুই দিন পরপরই ছিনতাইকারীর কবলে পড়ে মোবাইল হারান। এখন তিনি মোবাইলও চালান না, কলরেকর্ড ফাঁস হওয়ারও ভয় নেই। তার মানে তুইও যদি কয়েকবার ছিনতাইকারীদের হাতে মোবাইল খোয়াতে পারিস, আশা করা যায় তুইও আর মোবাইল ব্যবহার করবি না, কলরেকর্ডও... বন্ধু আমাকে কথা শেষ করতে দিলো না। মন খারাপ করে চলে যেতে লাগলো। আমি জানতে চাইলাম আমার বুদ্ধিটা কেমন? বন্ধু বললো, খুবই মাথামোটা বুদ্ধি। কারণ, আমার মোবাইল যদি ছিনতাইকারীর হাতে যায়, তাহলে কলরেকর্ড হয়তো ফাঁস হবে না, তবে ভিডিও ফাঁস হবে। কারণ, এমন এমন ভিডিও আমার মোবাইলে আছে, ছিনতাইকারীরা সেগুলো ফাঁস করার লোভ সামলাতে পারবে না।
শিরোনাম
- আজ মওলানা ভাসানীর ১৪৫তম জন্মদিন
- শৈত্যপ্রবাহ নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
- এবার জুভেন্তাসের কাছে হেরে আরও বিপাকে ম্যানসিটি
- আজ ঢাকার বায়ু খুব অস্বাস্থ্যকর
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ১০.২ ডিগ্রি
- আজ দেশে ফিরছেন মির্জা ফখরুল
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত
- জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার
- ওয়াসার ১৯ পদে তাকসিমের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল
- বিজয় দিবসে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
- বহিঃশক্তির হুমকিকে বিএনপি ভয় পায় না : সাইফুল ইসলাম
- শুক্রবার থেকে বসুন্ধরায় শুরু হচ্ছে অ্যাম্বাসি ফুটবল ফেস্ট
- ডর্টমুন্ডের মাঠে বার্সার রোমাঞ্চকর জয়
- ‘তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, পুরো জাতি উপকৃত হবে’
- ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপ সাড়ে তিন ঘণ্টা পর সচল
- নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, গণপিটুনিতে অভিযুক্ত ব্যক্তির মৃত্যু
- বানিয়াচংয়ে নাইন মার্ডার: দুই আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- মিয়ানমারে সংঘাত: টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ
- শুধু একটি নির্বাচনের জন্য দেশপ্রেমিক ছাত্র-জনতা রক্ত দেয়নি : মাসুদ সাঈদী
- ছাত্রী হেনস্তার অভিযোগ, ৩৭টি বাস আটকে রাখলো জাবি শিক্ষার্থীরা