এই চোখ আর চাঁদ দেখতে দেখতে আমি ক্লান্ত
রাস্তায় বেরিয়েই আমি চোখের দিকে তাকাই, তার
আকৃতি, ফ্রেম, শিল্প
ছোটবেলায় যেমন হাঁ করে মিষ্টির দোকান দেখতাম
আর কত চোখ আর মিষ্টান্ন ভাণ্ডার দেখব আমি?
আমি চোখ আর চাঁদ দেখতে দেখতে ক্লান্ত, নারী আর
শিল্প দেখতে দেখতে ক্লান্ত
এবার তোমরা আমাকে একটু ক্ষমা কর
চাঁদ, শিল্প, বিজ্ঞাপন
তোমরা আমাকে অস্থির কর না, একটু ঘুমাতে দাও।
নারী, তোমরা আমাকে আর মোহিত কর না, শিল্প
তোমরা আমাকে আর মুগ্ধ কর না
বসন্তরাত, বৃষ্টিধারা তোমরা আমাকে
মাতাল কর না আর;
আমাকে আর তছনছ কর না দিঘির মত চোখ, কালো ফ্রেম
হলুদ অাঁচল
আমাকে আর ব্যথিত কর না জোসনা আর ঘুঙুর;
একবার আমাকে মাটির দিকে তাকাতে দাও, কাঁচা মেঝের
দিকে তাকাতে দাও
অস্থির কর না।