অপমান করতলে রেখে অকারণ
বিছানা পেতেছি স্বয়ং রোদবৃষ্টিজ্ঞানে
নিন্দার কথকতায় ঢাকা পড়ে গেছে
সকল সুখ্যাতি সমাচার
শব্দ-ধ্বনি-গুণবাচ্য বিশেষণ যতো
সকলি মলিন হলো শক্রতার বাণে...
শিয়রের খুব কাছে ধারে বসে বসে
বিদ্রূপের দুজন গ্রাহক
দরদাম করে কিনে নেয় নিজেদের স্বার্থ-সুধা
অজানার ভীতির বিলাস;
শ্লেষের গরল যতো পান করে আমি
অবশেষে সময়ের নীলকণ্ঠ পাখি
নিজেকে নিধন করে
নিয়ে আসি অন্য এক ভোরের আলো...